আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী এবং জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা এবং পাঁচজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চত্বরে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাণ্টু, বিএনপি’র যুগ্ম—আহ্বায়ক শাহ মো. বক্তিয়ার, প্রেস ক্লাব আহ্বায়ক সরদার হারুন রানাসহ প্রমুখ।
এছাড়াও বেসরকারি এনজিও কারিতাসের আয়োজনে উপজেলার পতিহার গ্রামের বিডিএস হলরুমে জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।