আগৈলঝাড়া প্রতিনিধিঃ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বরিশালের আগৈলঝাড়ায় শুরু হয়েছে এইচপিভি টিকাদান কর্মসূচি।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পরিচালিত এই টিকাদান কর্মসূচিতে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রীদের এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ ভ্যাকসিন প্রদান করা হবে।
উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৫৪টি কেন্দ্রে ৬ হাজার ৫শত ৪৪ জন কিশোরীদের এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস এই কার্যক্রম পরিচালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব, ডা. তারিকুল ইসলাম, ডা. শিশির কুমার গাইন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. মিজানুর রহমান ও পরিসংখ্যান কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ।