আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে আইন—শৃংখলা বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়া সদর বাজারে বিভিন্ন কাঁচা পন্যর দোকান, মিষ্টির দোকান ও প্যাথলজিতে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রি করায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার সদর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ—পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।
এসময় আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রি করায় মায়ের দোয়া ভান্ডারকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ ভান্ডারকে ৩ হাজার টাকা, বরকত ভান্ডারকে ২ হাজার টাকা, মন্ডল মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, বিসমিল্লাহ ষ্টোরকে ১০ হাজার টাকা ও গ্রামীণ প্যাথলজিকে ১০ হাজার টাকাসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন— শৃংখলা বাহিনীর সদস্যরা।