আগৈলঝাড়ায় জ্ঞানের লাইব্রেরী উদ্বোধন

অবশ্যই পরুন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ ভবনে আগত দর্শনার্থীদের অবসর সময় জ্ঞান অর্জনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে জ্ঞানের লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জ্ঞানের লাইব্রেরী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, বীর মুক্তিযোদ্ধা তাহের আলী মিয়া, লিয়াকত আলী হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, ডা. অসিম রঞ্জন হালদার, ডা. অংকুর কর্মকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, উপজেলায় বিভিন্ন দপ্তরে আসা আগত দর্শনার্থীদের অবসর সময় জ্ঞান অর্জনের জন্য জ্ঞানের লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। এখানে মুক্তিযুদ্ধসহ ও বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ন বই এই জ্ঞানের লাইব্রেরীতে সংরক্ষন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

মঠবাড়িয়ায় ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার (৬ নভেম্বর) প্রশাসন কতৃর্ক পৃথক দুটি অভিযানে মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি...