আগৈলঝাড়ায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত

অবশ্যই পরুন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সদস্যদের নিয়ে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। পিএফজি’র উপজেলা কো—অর্ডিনেটর জেমস রিপন বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা কো—অর্ডিনেটর মনিবুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর জসিম উদ্দিন সরদার, ডা. মাহাবুবুল ইসলাম মাহাবুব, ড. বিনয় রায়, পিয়ারা ফারুক বক্তিয়ার, সুমা কর, পিএফজি সদস্য শিক্ষক হারুন অর রশিদ, মিজানুর রহমান, মাওলানা ফজলুল হক, আবুল কালাম আজাদ, শোভন রহমান মনির, বীর মুক্তিযোদ্ধা চিন্ময় চক্রবর্তী, পবিত্র রানী রায়, মমতাজ বেগম, শান্তনা বেগম, নিবেদিতা হালদার, পলি আক্তার, সাংবাদিক সরদার হারুন রানা, সাইফুল ইসলাম, শামীমুল ইসলাম শামীম, দি হাঙ্গার প্রজেক্ট এর উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটনসহ প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

টিম চিহ্নির উদ্যােগে নারী স্বাস্থ্য রক্ষায় সামাজিক সচেতনতা

মো:সৌরব, বেতাগী প্রতিনিধি: বরিশালের রাজ্জাক স্মৃতি কলোনির নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশবান্ধব প্যাড উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে...