আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত, একজনের মৃত্যু

অবশ্যই পরুন

বরিশালের আগৈলঝাড়ায় রাস্তা পাড় হওয়ার সময় মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এসময় মটরসাইকেলের যাত্রী এক শিশুর মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্য দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগৈলঝাড়া—গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বড়মগড়া—পয়সারহাট এলাকার মাঝামাঝি সড়কে বাগধা গ্রামের সুনীল রায় একটি মাহিন্দ্রা গাড়ি থেকে নেমে রাস্তা পাড় হওয়ার সময় পয়সারহাট থেকে আসা মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

মটরসাইকেলে থাকা যাত্রী উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের পবিত্র নট্টর মেয়ে ২য় শ্রেণীর ছাত্রী পায়েল (৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় মটরসাইকেল চালক বাহেরঘাট গ্রামের অমিন্দ্র নট্টর ছেলে সঞ্জিব নট্ট (৩৫), মাহিদ্রা গাড়ির যাত্রী বাগধা গ্রামের বগা রায়ের ছেলে সুনীল রায় (৫৫), স্কুল ছাত্রীর মা কবিতা নট্ট (৩০) ও একই এলাকার বলরাম বিশ্বাসের মেয়ে সাথি বিশ্বাস (২০) আহত হয়। এদের মধ্যে কবিতা নট্ট ও সাথী বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্য দুইজন মটরসাইকেল চালক সঞ্জিব নট্ট ও মাহিদ্রা গাড়ির যাত্রী সুনীল রায়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত স্কুল ছাত্রীর মা কবিতা নট্ট জানান, তারা পরিবার নিয়ে একটি ভাড়ায় চালিত মটরসাইকেল নিয়ে কোটালীপাড়া পদ্ম বিলে ঘুরতে গিয়েছিলেন।



সেখান থেকে ফেরার পথে বড়মগড়া—পয়সারহাট এলাকার মাঝামাঝি সড়কে আসলে একটি মাহিন্দ্রা গাড়ির যাত্রী রাস্তা পাড় হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে মটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পরে। এসময় আমরা সবাই আহত হই এবং স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

স্ত্রীর ৫৮ লাখ টাকার স্বর্ণ ও রিয়াল চু/রির মামলার প্রধান আসামি স্বামী গ্রেফতার

গলাচিপা প্রতিনিধিঃ প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও সৌদি রিয়াল চু/রির মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার...