আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ

অবশ্যই পরুন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর কার্যালয়ে বিদায়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রী।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রী জনগণের কল্যাণে রাজনীতি ও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি জনগণের সেবক হয়ে থাকতে চান এবং আগৈলঝাড়া বাসীকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ প্রমুখ।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৯ জুন নির্বাচনে যতীন্দ্র নাথ মিস্ত্রী বিজয়ী হন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রজেক্টে জমিহারা মানুষের সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মেগাপ্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ, যথাযথ পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান ও কৃষিজমিতে জলাবদ্ধতা নিররসন—প্রতিকারের...