করোনা ভাইরাস মোকাবেলায় বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ৫টি ইউনিয়নের কর্মহীন দুঃস্থ ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। রোববার বিকেলে উপজেলার গৈলা গ্রামের উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হেমায়েত তালুকদারের বাড়িতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ৫টি ইউনিয়নে খাদ্য সহায়তা হিসেবে কর্মহীন ৫০ জন ব্যক্তিদের মাঝে ৫ কেজি চাল, ১কেজি পেয়াজ, ১কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১ টি সাবান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক আরিফ হোসেন ফিরোজ, যুগ্ন-আহবায়ক সালমান হাসান রিপন, শ্রমিকদল নেতা বাদশা সরদার, যুবদল নেতা লিটন শিকদার, ছাত্রদল নেতা মহিদুল মোল্লা, কা ন ভুইয়া, জুয়েল মোল্লা, ছাব্বির আহম্মেদ, সোহাগ হাওলাদার প্রমুখ।