মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালের আগৈলঝাড়ায় ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাড়ি বাড়ি গিয়ে ফ্রেন্ডস ফোরামের সদস্যদের মাঝে নিত্যপন্য বিতরন করা হয়েছে। সরকারী নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে বিনামূল্যে চাল, ডাল, তৈল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরামের সদস্য মো. হোসেন আলী পাইক, মো. মারুফ মোল্লা, মো. সাদ্দাম হোসেন, মো. হান্নান পাইক। এসময় সদস্যদের সরকারের সিদ্ধান্ত মেনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঘরের বাহিরে বের হতে নিষেধ করেন এবং সমাজকেক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলা হয়।