করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া বরিশালের আগৈলঝাড়ায় শ্রমজীবিদের মধ্যে মে দিবস উপলক্ষে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বিপিন কমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. হিরন্ময় হালদার।
স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক, বাবা-মা’য়ের নামে পতিষ্ঠিত বিপনি কমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. হিরন্ময় হালদার আজ শুক্রবার সকালে উপজেলার অর্ধশতাধিক কর্মহীন শ্রমজীবিদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, লবন, সাবানসহ খাদ্য সহায়তা বিতরণ করেছেন।
এ ব্যাপারে ডা. হিরন্ময় হালদার বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিভিন্ন পদক্ষেপের জন্য বাংলাদেশে প্রাণঘাতী করোনা তেমন বিস্তার করতে পারেনি।
এ সময় তিনি করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার, প্রশাসন, চিকিৎসক, সাংবাদিকসহ সকলকে মাঠে কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জনান।