আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে দুই স্কুল ছাত্র গ্রেফতার

অবশ্যই পরুন

বরিশালের আগৈলঝাড়ায় ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে পুলিশ দুই স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে। আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে ওই বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে ক্লাশরুমে আটক করে শ্ল¬ীলতাহানী করে ওই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র হৃদয় বাড়ৈ (১৫) ও নীরব অধিকারী (১৪)। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র ও সোমাইরপার গ্রামের মৃত অনিল চন্দ্র বাড়ৈর ছেলে হৃদয় বাড়ৈ (১৫) ও নিত্যানন্দ অধিকারীর ছেলে নীরব অধিকারী (১৪)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল সকালে বরিশাল আদালতে প্রেরন করা হলে আদালত জেল হাজতে প্রেরন করেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

স্মার্টকার্ড বিতরণ কালে ১৫ জন মহিলার গলার স্বর্ণের চেইন চুরি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্মার্টকার্ড আনতে গিয়ে ১৫ জন মহিলার স্বর্ণালংকার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায়...