আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের নির্দেশে স্কুল মাঠে একমুখী বাজার স্থাপন

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত একমুখী কাঁচা বাজার বসানোর নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজারগুলো এই নিয়মে চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। এসব বাজারে বিক্রেতা ও ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচা বাজার ক্রয়-বিক্রয় করবেন। বুধবার সকালে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচা বাজার বসানোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। এই নির্দেশের পরে কাঁচা বাজার বসানোর জন্য উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দূরত্ব বজায় রেখে কাঁচা বাজার বসানো হয়েছে। ক্রয়কারীরাও সামাজিক দূরত্ব বজায় রেখে জিনিসপত্র ক্রয় করবেন। যে স্থান দিয়ে লোকজন ঢুকবে এবং অন্যস্থান দিয়ে বের হবে। বাজারের তদারকির সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...