উজিরপুরের কিশোরীকে অপহরনের দায়ে যুবকের ১৪ বছরের কারাদন্ড

অবশ্যই পরুন

বরিশালের উজিরপুরের কিশোরী কন্যাকে অপহরণের অপরাধে ইলিয়াস সিকদার নামে একজনকে ১৪ বছর কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা জজ আবু শামীম আজাদ এর বিচারাধীন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করা হয়েছে। আদালত সূত্র জানা গেছে, সাজাপ্রাপ্ত ইলিয়াস উজিরপুর উপজেলার রামেরকাঠি গ্রামের খলিল শিকদারের ছেলে। আসামী ইলিয়াসের বিরুদ্ধে একই এলাকার সেকেন্দার বেপারী তার ৯ম শ্রেনী পড়–য়া কিশোরী কন্যাকে উত্যক্ত ও অপহরনের অভিযোগ এনে ২০০৬ সালের ১৩ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে উজিরপুর মডেল থানা পুলিশকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। বাদী এজাহারে উল্লেখ করেন তার কিশোরী কন্যা রামেরকাঠি হাই স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে আসামী ইলিয়াস তার মেয়েকে উত্যক্ত করত। নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে ওই বছরের ৪ জুন তার (বাদী) কিশোরী কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তৎকালীন সময়ে উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হলে নারায়ণগঞ্জ থানা পুলিশ ১৭ জুন কিশোরীকে উদ্ধার করে উজিরপুর থানায় হস্তান্তর করে। থানা পুলিশ কিশোরীকে আদালতে সোপর্দ করে। পরে আদালতের নির্দেশে ঘটনা তদন্তের প্রেক্ষিতে তৎকালীন উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুজ্জামান ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ইলিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানীর পরে সাক্ষী-প্রমাণে আসামী ইলিয়াস দোষী প্রমানিত হলে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে এই রায় প্রদান করেন। আসামী ইলিয়াস পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর...