উজিরপুরে অর্ধশতাধিক ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

অবশ্যই পরুন

বরিশালের উজিরপুরে অর্ধ শতাধিক ইয়াবাসহ সোহাগ হাওলাদার (২৫) ও তানভীর শরীফ (২৮) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের জোরখাম্বা নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ গুঠিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে ও তানভীর ঝালকাঠী সদর উপজেলার বেরমহল গ্রামের মনিরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার গুঠিয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামসহ অন্যান্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সোহাগ ও তানভীরকে সন্দেহভাজন আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ.কে মানিক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী সংশ্লিষ্ট থানা পুলিশের (এসআই) এ.কে মানিক জানান, গ্রেফতারকৃতদের রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...