মহামারী করোনা ভাইরাস-কে কেন্দ্র করে দেশের খাদ্য সংকট ও অসহায় কৃষকের দিন মজুরের পাশে দাড়ালেন উজিরপুর পৌর ছাত্রলীগ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু র সার্বিক নির্দেশ ও সহযোগিতা অনুযায়ী অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে।
এসময় উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু জানান, আমরা ইতিমধ্যে উজিরপুরের ছাত্রলীগেরর শীর্ষ নেতাদের সাথে কথা বলে নির্দেশনা দিয়েছি, তারা অসহায় কৃষকের পাশে গিয়ে ধান কাটারর কাজ শুরু করে দিয়েছে ।আমরা দেশের এই সংকটময় অবস্থায় নিজেদের মানবতার স্থান থেকেই কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি,আমাদের এ কার্যক্রম দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশআল্লাহ আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। সবাই আমাদের জন্য এবং আমাদের দেশরত্ন মানবতার জন্য জন্য দোয়া করবেন।