বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে সোমবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে এক যুবতির (৩০) মৃত্যু হয়েছে। ওই দিন মৃত যুবতিন নমুনা সংগ্রহ করে পরীক্ষার বরিশাল পাঠানো হযেছে।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ৩০ বছর বয়সের এক যুবতি গত ৪/৫ দিন ধরে সর্দি, জ্বর কাসিসহ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়ে গোপনে বাড়িতে চিকিৎসা নিচ্ছিল। গতকাল সোমবার দুপুর আড়াই টায় ওই যুবতি নিজ বাড়িতে মারা যান।
ফলে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পরে। বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসন ও উজিরপুর মডেল থানা অবহিত করে। পরে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিষ্ট বিভূতি রঞ্জন বাড়ৈ মৃত যুবতির নুমনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে প্রেরন করেছে।