উজিরপুরে চার কিশোরকে ইয়াবা-গাঁজাসহ আটক

অবশ্যই পরুন

বরিশালের উজিরপুরে ইয়াবা ও গাঁজাসহ চার কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে পৃথকভাবে উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রাম ও ভবানীপুর মৌলভীরবাজার এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ওটরা গ্রামের আব্দুর রহিমের পুত্র মো: তানভীর হোসেন (১৮), ভবানীপুর গ্রামের ফরিদ মোল্লার পুত্র মো: ফুয়াদ হাসান মোল্লা (১৯) ও একই গ্রামের ইজাবুল মোল্লার পুত্র মো: পাবেল মোল্লা (২০)। এরা তিন জনই স্থানীয় ভবানীপুর হাজী তাহের উদ্দিন ইসলামীয়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। স্থানীয়রা জানিয়েছেন, ইয়াবাসহ আটককৃত কলেজছাত্র ফুয়াদ ও পাবেল স্থানীয় প্রভাবশালী নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের অনুসারী। এছাড়া আটক পাবেল মোল্লার পিতা ইজাবুল মোল্লা বর্তমান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমান ইকবালের একজন ঘনিষ্ঠ সহচর। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন এই তিন কলেজ ছাত্রকে সন্দেহ ভাজন আটক করে। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের নিকট থেকে এক পিচ করে মোট তিন পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে একই রাতে ওটরা এলাকা থেকে জয়দেব মল্লিক (২২) নামে এক কিশোরকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সে হরতা এলাকার বাসিন্দা। এ ঘটনায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথকভাবে মামলা দায়ের করেছেন। বিষয়টি মামলার বাদী এসআই জসিম উদ্দিন নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় জড়াজীর্ণ মসজিদ ঝুঁকিপূর্ণ রাস্তা সেতু পরিদর্শন

ঝালকাঠির কাঠালিয়ায় একটি জড়াজিনর্ণ মসজিদ ও ঝুঁকিপূর্ণ সড়ক ও সেতু পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম। আজ বুধবার...