বরিশালের উজিরপুরে ঝাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কার্ডের ৮০ কেজি করে চাল বিতরণ করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
৫ মে মঙ্গলবার সকাল থেকে উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজ চত্তরে ১ শত ৩০ টি জেলে পরিবারের মাঝে দুই মাসের ৮০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, জেলা মৎস্য অফিসের প্রতিনিধি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও পৌরসভার ট্যাগ অফিসার ডা. সভ্যসাচী, উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা, পৌর সচিব, কাউন্সিলর রিপন মোল্লা, বাবুল সিকদার প্রমুখ।