বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের অ-রাজনৈতিক সংগঠন জ্ঞানের পাঠশালা’র উদ্যোগে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে গুঠিয়ার ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে সংগঠনটির সভাপতি রাইসা রহমান উর্মির সভাপতিত্বে ওই সংবধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের বরিশাল শাখার সভাপতি ডা: ইসতিয়াক হোসেন, সাধারন সম্পাদক ডা: মাসরেফুল ইসলাম সৈকত, জ্ঞানের পাঠশালা সংগঠনটির উপদেষ্টা শিক্ষক লুৎফর রহমান লষ্কর, রফিকুর রহমান, আরজু মিয়া, সমাজসেবক খালিদ হোসেন খান, আহসান মুন্সিসহ অনেকে। অনুষ্ঠানে জ্ঞানের পাঠশালার সকল পর্যায়ের সদস্য, শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে সেখানে গুঠিয়া ইউনিয়নের চারটি বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২৭ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।