উজিরপুরে ঝোঁপের মধ্য দিয়ে নবজাতকের লাশ উদ্ধার

অবশ্যই পরুন

বরিশালের উজিরপুরে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ধামুরা বন্দর সংলগ্ন এলাকার একটি ঝোঁপের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঝোঁপের মধ্যে অজ্ঞাত ওই নবজাতকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর...