উজিরপুরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে প্রশাসনের সংবর্ধনা

অবশ্যই পরুন

বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চুকে সংবর্ধনা দিয়ে এক মত বিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে শপথ গ্রহণ করার পরেই উপজেলা পরিষদের সভাকক্ষে এই সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আ’লীগের সভাপতি এসএম জামাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে বড়াকোঠা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নারী-পুরুষ ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর...