উজিরপুরে নৌকার প্রার্থীর উঠান বৈঠক

অবশ্যই পরুন

আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের উজিরপুরে বাংলাদেশ আ’লীগের মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চুর উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ বৈঠক করেন তিনি। ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর মালেক মাষ্টারের সভাপতিত্বে উঠান বৈঠক সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, গৌরনদী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান হারিচ, আগৈলঝাড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আ: রইচ সেরনিয়াবাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি এসএম জামাল হোসেন, যুবলীগের সভাপতি পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, আ’লীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা সুখেন্দ্র শেখর বৈদ্য, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, সাতলা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক আজাদ, হারতা হরেন রায়, বড়াকোঠা শহিদুল ইসলাম মৃধা প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন খান, ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সহদেব দাস, পৌর কাউন্সিলর রিপন মোল্লা, বাবুল সিকদার, সাতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার বালীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। উঠান বৈঠকে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে আনন্দ উৎসবের মধ্যে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে উজিরপুর উপজেলা পরিষদটি গঠিত। এ উপজেলায় মোট ১ লাখ ৮৫ হাজার ২৫৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ রয়েছেন ৯৩ হাজার ৮ শত ১২ জন ও নারী ভোটার রয়েছেন ৯১ হাজার ৪ শত ৪৪ জন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...