বরিশালের উজিরপুরে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের চার জনকে অচেতন করে টাকা ও স্বর্নালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামে এ ঘটনা ঘটলে রোববার দুপুরে অচেতন ওই চার জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন- বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামের সোহরাব হাওলাদার (৫০), তার মা কুলসুম বেগম (৮০), স্ত্রী তাসলিমা বেগম (৪৫) ও ছেলে সুজন হাওলাদার (২৫)। স্থানীয় ও ভুক্তভোগীদের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও পরিবারের সকলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে সোহরাব হাওলাদারের ঘরের দরজা খোলা ও সামনে এলোমেলোভাবে একটি ছুটকেস পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করে। এ সময় ঘরের ভিতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশিরা ঘরে ঢুকে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা জানান, সোহরাব হাওলাদারের ঘরের এলোমেলো অবস্থা দেখে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের ঘরের লুট টাকা ও স্বর্নালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছে।