উজিরপুরে পরিবারের সকলকে অচেতন করে টাকা ও স্বর্নালংকার লুট

অবশ্যই পরুন

বরিশালের উজিরপুরে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের চার জনকে অচেতন করে টাকা ও স্বর্নালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামে এ ঘটনা ঘটলে রোববার দুপুরে অচেতন ওই চার জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন- বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামের সোহরাব হাওলাদার (৫০), তার মা কুলসুম বেগম (৮০), স্ত্রী তাসলিমা বেগম (৪৫) ও ছেলে সুজন হাওলাদার (২৫)। স্থানীয় ও ভুক্তভোগীদের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও পরিবারের সকলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে সোহরাব হাওলাদারের ঘরের দরজা খোলা ও সামনে এলোমেলোভাবে একটি ছুটকেস পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করে। এ সময় ঘরের ভিতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশিরা ঘরে ঢুকে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা জানান, সোহরাব হাওলাদারের ঘরের এলোমেলো অবস্থা দেখে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের ঘরের লুট টাকা ও স্বর্নালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বরগুনায় স্ত্রীর পরকীয়া সন্দেহে ঝগড়া, স্বামীর আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী ইউসুফ মুন্সী (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার (২৩ মার্চ) দিবাগত রাত...