উজিরপুরে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলে এক কিশোরী

অবশ্যই পরুন

বরিশালের উজিরপুরের জয়শ্রী গ্রামে দরিদ্র ভ্যান চালক মামুনের কিশোরী কন্যাটি (১২) বাবার চেয়ে বয়সে বড় এক ব্যক্তির স্ত্রী হবার প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন হতে চলার আগ মূহুর্তে সোমবার রাত ৮টার দিকে উজিরপুর পুলিশের অভিযানে পান্ড হয়ে গেছে বাল্যবিয়ে।

এ ঘটনায় পাত্র শাহিন মল্লিক তার ২ সহযোগী শিপলু ও বিয়ের ঘটক হানিফকে পুলিশ আটক করলেও পরদিন মঙ্গলবার মুচলেকা রেখে আটককৃতদের ছেড়ে দেয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, জয়শ্রী মজিদ ভূইয়ার মালিকানাধীন জয় অটো রাইস মিলের লেবার সরর্দার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র ২ সন্তানের জনক শাহিন মল্লিকের সাথে জয়শ্রী গ্রামের

দরিদ্র ভ্যান চালক মামুনের কিশোরী কন্যা (১২) বিয়ের মুহুর্তে পুলিশ হানা দিয়ে বিয়ের অনুষ্ঠান পন্ড করে দেয়। মঙ্গলবার সকালে মিল মালিক মজিদ ভুইয়ার পুত্র নজরুলের জিন্মায় তার মিল শ্রমীক শাহিন মল্লিক ও শিপলুকে ছেড়ে দেন। মেয়ের বাবা মামুন ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, পুলিশ গিয়ে বিয়ের আয়োজন পায়নি তার পরও বিয়ের কথাবার্তা চলার কারণে বিয়ের প্রক্রিয়া ভেঙ্গে দেয়া হয়।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...