বরিশালের উজিরপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে বহুখাতভিত্তিক অংশগ্রহণ ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে এক কার্যপরিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: জহির খান ও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাগন।