বরিশাল জেলার উজিরপুর সরকারী ডব্লিউ.বি ইউনিয়ন ইনিস্টিটিউশনের নবম শ্রেণির নিখোঁজ ছাত্রীকে বুধবার উজিরপুর থানা পুলিশ উদ্ধার করেছে। ওই ছাত্রীর পরিবারে কাছে হস্তান্তর করেছে পুলিশ।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হাসান জানান, উজিরপুর পৌর সদরে কাঠমিস্ত্রী সুশান্ত হালদারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী স্বর্ণা হালদারের (১৬) মঙ্গলবার রাত থেকে নিখোঁজ থাকে। এ ঘটনায় সুশান্ত হালদার উজিরপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির পরে পুলিশ অভিজান চালিয়ে ফরিদপুরের ভাংগা এলাকার থেকে স্বর্ণা হালদারকে বুধবার উদ্ধার করে তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে স্বর্ণা হালদার জানায়, উজিরপুর কারিকর বিড়ি ফ্যাক্টরির শ্রমিক জাকির শেখ (১৪) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে আসছে। স্বর্ণা হালদার প্রেমের টানে মঙ্গলবার সকালে জাকির শেখের সাথে পালিয়ে যায়। তাকে (স্বর্ণাকে) অপহরণ করা হয়েছে এ কথা সত্য না।