বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রিবাহি বাসের চাপায় ডিপজল দত্ত (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের দিপু দত্তের পুত্র ও স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ডিপজল তার দাদির সাথে বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামে নিকটাত্মীয় মন্টু আইচ’র বাড়ীতে বেড়াতে এসেছিলো। শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মহাসড়ক পারপারের সময় বরিশালের চরমোনাই মাহফিল থেকে ফেরা একটি যাত্রীবাহি বাস স্কুল ছাত্র ডিপজলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।