বরিশালের উজিরপুরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত সোহাগ হোসেন উজিরপুর উপজেলার দক্ষিণ হারতা ৯নং ওয়ার্ডের মো. মজিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে কাটার সময় গাছের অংশ সোহাগের মাথার ওপর পড়ে।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে ওই যুবকের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম বইছে বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম তালুকদার।