বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়নের সপ্তম শ্রেনির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার অন্যতম আসামী অসীম শীলকে (৩৮) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর সদস্যরা। সে জল্লা ইউনিয়নের মাদ্রা গ্রামের মৃত সুরেন শীলের ছেলে ও এই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামী। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজার থেকে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। পরবর্তীতে বিকেলে গ্রেফতারকৃত আসামী অসীমকে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করে উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ‘এ ঘটনায় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ এর আগে গত ১৯ মে সন্ধ্যায় উপজেলার কারফা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনিতে পড়–য়া মাদ্রা গ্রামের ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে একই গ্রামের বখাটে বিনোদ শীল। আর এতে বখাটে বিনোদকে সহযোগীতা করে গ্রেফতারকৃত অসীম ও একই গ্রামের যোগেন্দনাথ শীলের ছেলে তপন শীল (৩৯)। ঘটনাটি নিয়ে দীর্ঘদিন স্থানীয়ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে মঙ্গলবার (১১ জুন) রাতে ওই শিক্ষার্থীর মা শিখা হালদার বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ধর্ষক বিনোদ শীলসহ তার দুই সহযোগী অসীম ও তপনকে আসামী করা হয়। বরিশাল র্যাব-৮’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম জানিয়েছেন, ‘এখনও এই মামলার প্রধান আসামীসহ আরেক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’