উজিরপুর উপজেলার হত্যা মামলার আসামির বিরুদ্ধে শিশু ধর্ষনের অভিযোগ

অবশ্যই পরুন

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা গ্রামে শিশু ধর্ষনের ঘটনায় শুক্রবার মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিত শিশুর মা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

ধর্ষক আয়নাল হক হাওলাদার উজিরপুর জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ বাড়ৈ হত্যাসহ একাধিক ধর্ষন মামলার এজাহার নামীয় আসামি।
সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা গ্রামের আয়নাল হক হাওলাদার (৬০) একা বাড়িতে বাস করেন।

গত শনিবার একই গ্রামের প্রতিবেশী দিন মজুরের কণ্যা ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে (১২) কথা শোনার জন্য নিজ ঘরে ডেকে নিয়ে আসেন। দুপুর ১টার দিকে শিশুকে ধর্ষন করে। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। ঘটনাটি জানাজানি হলে ধর্ষক গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ধর্ষিতার একাধিক স্বজন জানান, আত্ম সম্মানের ভয়ে শিশু ধর্ষিত হওয়ার বিষয়টি গোপন রাখে পরিবার।

কিন্তু এলাকাবাসি উজিরপুর থানাকে অবহিত করলে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় ধর্ষিত শিশুর মা বাদি হয়ে ধর্ষক আয়নাল হক হাওলাদারকে আসামি করে উজিরপুর মডেল থানায় শুক্রবার বিকেলে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষিতা উদ্ধার করে ডাক্তারী পরীক্ষায় প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। ধর্ষক আয়নাল হকের বিরুদ্ধে উজিরপুর থানায় জল্লা ইউনিয়ন চেয়ারম্যান হত্যাসহ একাধিক ধর্ষন মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

স্মার্টকার্ড বিতরণ কালে ১৫ জন মহিলার গলার স্বর্ণের চেইন চুরি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্মার্টকার্ড আনতে গিয়ে ১৫ জন মহিলার স্বর্ণালংকার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায়...