অপহরনের এক মাস পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে মিসিপাড়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।
এ সময় মূল অপহরণকারী রুবেলকে গ্রেফতার করা হয়। রুবেল মঠবাড়িয়া ছোট মাছুয়া গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে। এ ঘটনায় এর আগে রুবেলের বোন রেক্সনা ও ভগ্নিপতি বেল্লালকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষা দেয়া ওই স্কুল ছাত্রী মঠবাড়িয়া পৌর শহরে স্কুলে যাওয়া-আসার পথে বখাটে রুবেল উত্যক্ত করত।
গত ৮ মে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী এক আত্মীয়র বাড়ি যাবার পথে পৌরশহরের কল্লাকাটা ব্রীজ সংলগ্ন সড়ক থেকে তাকে অপহরণ করে রুবেল ও তার সহযোগীরা।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরের দিন মঠবাড়িয়া থানায় রুবেলকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী রুবেলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অপহরণের ঘটনায় রুবেলের বোন রেক্সনা ও ভগ্নিপতি বেল্লালকে আগেই গ্রেফতার করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীকে বুধবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে।