বরিশালের গৌরনদী উপজেলার কটকস্হল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক, গৌরনদী উপজেলা বি এন পি নেতা, ঢাকা জর্জ কোর্ট ও বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট এস, এম মনিরুজ্জামানের নিজ তহবিলের থেকে কটকস্হল গ্রামের ৭৮ টি পরিবার কে খাদ্য দ্রব্য বিতরণ করেন এবং প্রতিটিপরিবার জন্য
১০ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল,১ কেজি লবন,১ কেজি চিনি,২ কেজি চিড়া,১ কেজি মুড়ি,১/২ কেজি খেজুর বিতরণ করেন
তাছাড়াও ১২টি পরিবার কে নগদ এক হাজার করে টাকা প্রদান করেন ।
এস এম মনিরুজ্জামান ঢাকায় অবস্থান থাকার কারনে
তার পক্ষে থেকে ত্রাণ বিতরন করেন তার বাবা আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন সরদার।
মোবাইল ফোনে ত্রাণ সম্পর্কে যোগাযোগ করলে তিনি বলেন, দেশ ও জাতীরক্লান্তিলগ্নে আমাদের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব গরীব ও অসহায় মানুষের পাসে থাকা, ভবিষ্যৎ গরীব ও অসহায় মানুষের পাসে থাকতে পারেন তার জন্য তিনি সকালের কাছে দোয়া প্রার্থনা করেন ।