করোনায় আক্রন্ত হয়ে বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব মোল্লার মৃত্যু

অবশ্যই পরুন

আজ সকালে চিকিৎসাদীন অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা বরিশাল নগরীর রুপাতলীর বিশিষ্ট ব্যাবসায়ী মাহাবুব ও জাগুয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা আলম মোল্লা (৬৫) কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহাবুব আলম মোল্লার স্বজন সুরুজ মোল্লা।

জানা গেছে, ১৬ এপ্রিল প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন মাহাবুব মোল্লা। ২১ এপ্রিল তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি করোনায় আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। তার ডায়াবেটিস থাকায় অবস্থার অবনতি হয়। শেষে আইসিইউতে রাখা হয়।

কিন্তু আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন। যেহেতু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই তার লাম বরিশালে আনা হবে কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর...