ক’রোনায় আ’ক্রান্ত হয়ে কোনো প্রবাসীর মৃ’ত্যু হলে প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। তবে সাধারণভাবেই যেকোনো প্রবাসীর মৃ’ত্যুতে একই পরিমাণ টাকা দেয়ার নিয়ম আছে আগে থেকেই। এ অবস্থায় এ সহায়তা যথেষ্ট নয় বলে মন্তব্য বিশ্লেষকদের। দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের সহজ শর্তে ঋ’ণ দেয়ার আহ্বানও জানিয়েছেন তারা।
বিশ্বব্যাপী ক’রোনা ভাই’রাস ছড়িয়ে পড়ায় সবচেয়ে বেশী ক্ষ’তিগ্রস্ত এখন প্রবাসী খাত। বিশ্বের প্রায় ১৭০ দেশে কর্মরত প্রায় সোয়া কোটি বাংলাদেশির বেশিরভাগ কর্মহীন অ’সহায়।
এদিকে, ক’রোনার কারনে ইতোমধ্যেই দেশে ফেরা কর্মীরাও লকডাউনের শি’কার। অপরদিকে, লাখ লাখ বাংলাদেমি কর্মীকে ফেরত আনার তাগিদ দিয়েছে বিভিন্ন দেশ। এ অবস্থায়, প্রবাসীকল্যাণ মন্ত্রী জানিয়েছেন, দেশে ফিরে আসা কর্মীদের কোয়ারেন্টিন নিশ্চিত করার পর পুনরায় কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি তাদের ঋ’ণ সহায়তা দেয়া হবে।
ক’রোনায় কোন প্রবাসীর মৃ’ত্যু হলে, তার পরিবারকে তিন লাখ টাকা সহায়তা দেয়ার কথা জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী।
প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, যারা যারা বাংলাদেশি নাগরিক ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা গেছে, তাদের পরিবারকে ৩ লাখ টাকা দেব।
তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসে কোন শ্রমিকের মৃ’ত্যু হলে তিন লাখ টাকা দেয়ার ঘোষণা আগেই ছিল। এ অবস্থায় একজন কর্মীর মৃ’ত্যুতে মাত্র তিন লাখ টাকার সহায়তা অপ্রতুল বলে মন্তব্য তাদের।
রামরু সিনিয়র গবেষক ড. জালাল উদ্দিন বলেন, তিনি আরো বলেন প্রবাসী যারা মা’রা গেছেন তাদের আগেই তিন লাখ টাকা দেয়া হত। টাকার পরিমাণ আরো বাড়ানোর জন্য বলবো।
এই সং’কটকালে প্রবাসী কর্মীদের সুরক্ষায় স’রকারের কূটনৈতিক তৎপরতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিভিন্ন দেশের স’রকারের প্রধানের সঙ্গে কথা বলবেন বলেও জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।