করেনা আক্রান্ত গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের কাছে বরিশাল-১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক এম, জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে ফলমূল ও পিপিই উপহার পৌঁছে দেয়া হয়েছে। সোমবার সকালে ফলমূল ও পিপিই উপহার দেয়ার সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান, বিএনপি নেতা শরীফ শাহাবুব হাসান, জাকির হোসেন শরীফ, আবুল হোসেন মিয়া, ও সাবেক ভিপি জাকির হোসেন রাজাসহ বার্থী ইউনিয়নের বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।