কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হেসেন। সোমবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইনঞ্জিনিয়র মো: তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ূন কবীর।
দপ্তর দম্পাদক মিলন কর্মকার রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হেসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী হুমায়ূন সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গির আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম শিকদার, কামরুজ্জামান কাজল তালুকদার, তারিখ সুমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ আপনার সত্য খবর পত্রিকায় তুলে ধরবেন এটাই আমরা কামনা করছি।
গত ৫ আগস্ট থেকে দু—একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কলাপাড়ায় কোন সংহিসতার ঘটনা ঘটেনি। অথচ গত ১৫ বছরে বিএনপির একটি নেতা— কমীর্কেও বাসায় ঘুমাতে দেয়নি হাসিনার ফেসিষ্ট সরকার। মামলা হামলা দিয়ে তাদের বাড়ি ছাড়া করা হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কলাপাড়া হবে শান্তির শহর। এখানে কোন চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ভূমি দস্যুদের স্থান হবে না।