পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনিদিষ্ট অভিযোগে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক মো: মাহাবুব ফকিরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হারুন আর রশিদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক মো: মজিবুর রহমান এর জরুরি সিদ্ধান্তে তাকে জাতীয়তাবাদী যুব দল থেকে বহিস্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।