পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উপশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে সার ও বীজ বিতরণ করা হয়।
কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ মুহিব্বুর রহমান।
এসময় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার ৬০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও পাঁচ কেজি করে আউশ ধানের বীজ প্রদান করা হয়।
পর্যায়ক্রমে এ উপজেলার এক হাজার ৬০০ কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হবে।