কুড়িয়ে পাওয়া আড়াই লাখ টাকা ফিরিয়ে দিলেন এএসআই

অবশ্যই পরুন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু…। কালজয়ী এ গানের কথাগুলোর সঙ্গে মিল রেখেছেন এএসআই হুমায়ুন কবীর।

করোনায় আক্রান্ত হয়ে দেশের মানুষ যখন দিশেহারা তখন কুড়িয়ে পাওয়া আড়াই লাখ টাকা ফেরত দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি থানার এএসআই হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব জলাবাড়ীর সুজন সিকদার নামে এক ব্যক্তির দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হারিয়ে যায়। স্বরূপকাঠী থানা সংলগ্ন ব্রিজের গোড়ায় জগৎপট্টির বাচ্চু নামে এক ব্যক্তি ও এএসআই হুমায়ুন কবীর টাকা পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেন। পরে আশপাশের লোকজনের কাছে জানতে চান কারো কোনো জিনিসপত্র হারিয়েছে কিনা?

তখন কেউ সাড়া দেয়নি। কিছু সময় অতিবাহিত হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ১ ঘণ্টা পর চোখে অশ্রু নিয়ে সুজন সিকদার রাস্তায় পাগলের মতো ছুটে আসেন। ব্রিজের গোড়ায় যখন আসেন তখন লোকমুখে জানতে পারেন ওই এলাকায় টাকা পাওয়া গেছে। তখন তিনি সঠিক প্রমাণ দিলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সুজন সিকদারকে বুঝিয়ে দেন এএসআই হুমায়ুন কবীর।

এ সময় হারানো টাকা ফিরে পেয়ে সুজন সিকদার কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপর দিকে টাকা ফেরত দিয়ে স্বরূপকাঠিতে সততার দৃষ্টান্ত স্থাপন করেন এএসআই হুমায়ুন কবির।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

পটুয়াখালীতে বৃদ্ধ দম্পতি হত্যার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেপ্তার

পটুয়াখালী জেলার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার ও তার স্ত্রী হোসনে আরা...