কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩

অবশ্যই পরুন

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্রে জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রবিবার রাত ১০ টার দিকে কুয়াকাটা সংলগ্ন চরবিজয় এলাকায়। এতে নাসির মাঝি (৩০), ইলিয়াস ফকির (৩৫) ও আব্দুল মালেক (৫০) আহত হন। আহতদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ বিষয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতদের পরিবার। স্থানীয় আড়ৎদার সূত্র জানা গেছে, কুয়াকাটা চরবিজয় সংলগ্নে সমুদ্রে খুটা জালের মাঝি নাসির উদ্দিন বৈধ জালের ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে তার জাল ছিড়ে ফেলে অবৈধ বেহুন্দি (বাধাজাল) জালের ট্রলারের মাঝি আব্দুস ছোবাহান।

এ নিয়ে উভয় ট্রলারের জেলেদের মধ্যে বাকবিতান্ডার এক পর্যায়ে ছোবাহান মাঝির নেতৃত্বে ট্রলারের জেলেরা খুটা জালের জেলেদের উপর হামলা চালায়। এতে নাসির মাঝি (৩০), ইলিয়াস ফকির (৩৫) ও আব্দুল মালেক (৫০) আহত হন। আহত সকলের বাড়ি ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকায়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, কেউ এখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...