জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শেখ রাসেল ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ গতকাল বিকেলে উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শেখ রাসেল ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন শেষে মতবিনিময় সভা বরিশাল জেলা পরিষদের সদস্য ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাজু আহম্মেদ হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, পৌর কাউন্সিলর সিকদার খোকন, সেলিনা আক্তার, প্রধানশিক্ষক মফিজুল হক খান, সমাজ সেবক অমর কৃষ্ণ রায়সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।