গরুর সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

অবশ্যই পরুন

বরিশালের বাকেরগঞ্জে গরুর সঙ্গে ধাক্কা লেগে রাজিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল-পটুয়াখালী অভ্যন্তরীণ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজিব বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে পটুয়াখালী যাচ্ছিলেন রাজিব। বরিশাল-পটুয়াখালী অভ্যন্তরীণ সড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাজিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির...