বরিশালের বাকেরগঞ্জে গরুর সঙ্গে ধাক্কা লেগে রাজিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল-পটুয়াখালী অভ্যন্তরীণ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজিব বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে পটুয়াখালী যাচ্ছিলেন রাজিব। বরিশাল-পটুয়াখালী অভ্যন্তরীণ সড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাজিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।