পটুয়াখালীর গলাচিপায় রাশেদুল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে শনিবার বিকেল ৩ টায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরাতহাল করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সে ঐ গ্রামের সেলিম মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তার ভাই হারুন ও আল আমিন বাড়ির উত্তর পাশে রেইনট্রি গাছের ডালে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখে। এ সময় তারা গাছ থেকে রাশেদুরকে নিচে নামিয়ে আনেন। পরিবারের লোকজন রাশেদুলকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় রাশেদুল মারা যায়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।