আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদের কমিটি গঠনের প্রস্তুতিমূলক সভা বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মাহিলাড়া কলেজের অধ্যক্ষ কেএম শরিফুল কামাল, সহ-অধ্যাপক আলমগীর হোসেন কবিরাজ, মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী, কলেজের অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, মাহিলাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। সভায় সকল রাজনৈতিক সংগঠন, সরকারী, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়ী ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতিতে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।