গৌরনদীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু দুই মাদ্রাসা ছার্ত্রীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

অবশ্যই পরুন

সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে নকলমুক্ত পরিবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর গৌরনদী উপজেলায় মোট সাতটি কেন্দ্রে এসএসসিতে দুই হাজার ৮২৪ জন, দাখিলে চার’শ ৩৫ জন ও ভোকেশনালে ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, পরীক্ষার হলগুলো নকলমুক্ত রাখার জন্য কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া হলগুলোতে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য আগে থেকেই কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে । এ ছাড়া উপজেলার কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ওই মাদ্রাসার ছাত্রী আয়শা আক্তার ও বিলকিস নকলের সহয়তা করায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর...