বরিশালের ডিজিটাল ইউনিয়নখ্যাত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন আমেরিকার নাগরিক ও ইউএসআইডি’র প্রতিনিধি এরিয়েলা ক্যামেরা। বুধবার দুপুরে তিনিসহ তার সফর সঙ্গীরা পশ্চিম বেজহার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করে ভূয়শী প্রশংসা করেন।
পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএসআইডি’র প্রতিনিধি এরিয়েলা ক্যামেরা, ডাঃ ফারহানা আক্তার, সেভ দ্যা চিলড্রেনের আই.সি.এইচ.ডব্লিউ প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক এখলাস উদ্দিন প্রমুখ। শেষে পরিদর্শনকারী প্রতিনিধিদের হাতে ইউনিয়ন পরিষদের উন্নয়নের তথ্যচিত্রের বই প্রদান করা হয়। এসময় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।