প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমন নিয়ে সচেতনতা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্স করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিণ চৌধুরী।
গৌরনদী ও উজিরপুর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সুধিজনদের সাথে গৌরনদী উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রনতী বিশ^াস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত হোসেন, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক মণিষ চন্দ্র বিশ^াসসহ দুই উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ। এ সময় বিভাগীয় কমিনার বলেন, বিদেশ ফেরতদের নিজ নিজ এলাকায় চিহিৃত করে প্রত্যেককে হোম কোয়ারিন্টেনে রাখা নিশ্চিত করতে হবে।