গৌরনদীতে কৃষকদের পাশে দাঁড়ালো উপজেলা ছাত্রদলএর নেতা কর্মীরা।

অবশ্যই পরুন

তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল বরিশাল জেলা ছাএদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাধারন সম্পাদক কামরুল আহসান এর নির্দেশে গৌরনদীতে কৃষকদের পাশে দাঁড়ালো উপজেলা ছাত্রদল এর নেতা কর্মীরা। উপজেলার গরীব ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন তারা ।

রবিবার থে‌কে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার এলাকার কৃষকের পাকা ধান কাটার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। ধান কাটতে আসা উপ‌জেলা ছাত্রদল নেতা রুবেল গোমস্তা ব‌লেন, “এটা আহাম‌রি কোন বিষয় নয়, আমরা আদ‌র্শিক রাজনী‌তি করি। এছাড়া শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালবাসার প্রতিক সোনার বাংলার পাক ধান নষ্ট হচ্ছে কেবল শ্রমীক না পাওয়ার কারনে। ধানের শীষের প্রতি তীব্র ভালবাসা আমাদের ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে। আমরা ধান কাটার পর মাড়াই ও কৃষকের বাড়িতে ফসল পৌছে দিবো।

আরেক ছাত্রদল নেতা শরীফ মশিউর বলেন,”করোনা পরিস্থিতিতে জাতি এক ধরণের ক্রান্তিকাল পার করছেন। এমন সংক‌টেই য‌দি সাধারন মানু‌ষের পা‌শে দাঁড়া‌তে না পা‌রি তাহ‌লে আমা‌দে‌র রাজনীতি অর্থহীন। ছাএদল নেতা মিন্টু জানান, দলের নেতাকর্মীদের নিয়ে গরীব চাষিদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং এটা চলমান থাকবে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

‘জলবায়ু পরিবর্তনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প নেই’

নতুন বছরের স্বপ্ন, বাংলাদেশের জন্য শতভাগ নবায়নযোগ্য শক্তি স্লোগান ধারণ করে বরিশালে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি)...