মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে ৬ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে সংবর্ধনা ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গূহ, মেজবা উদ্দিন আকন, আনোয়ার রাঢী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদব সৈয়দ মাহাবুব আলম প্রমুখ। শেষে উপজেলার ছয় শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ করা হয়।