“দূর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে দুপুরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী গৌরনদী পাইলট মাঠে শেষ হয়। শেষে বিভিন্ন দূর্যোগের সময় ফায়ার সার্ভিসের উদ্ধার প্রস্তুতির মহড়া প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ফারিহা তানজীন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণ কান্ত দে, উপজেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা আহসান হাবীব, উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন প্রমুখ।